ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

‘শৈশবের নায়ক’ এবি ডির বিদায়ে আবেগাক্রান্ত বাবরের টুইট

কেউ যত বড় তারকা ক্রিকেটারই হোক না কেন, তারও বাল্যকালে একজন নায়ক থাকেন। যে নায়ককে দেখে তিনি ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন।


তেমনি পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক ও সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের ‘শৈশবের নায়ক’ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। যিনি শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরগ্রহণ করেছেন।


ডি ভিলিয়ার্স অবসরগ্রহণের পর আবেগাক্রান্ত হয়ে পড়েছেন বাবর। নিজের টুইটার প্রোফাইলে লিখেছেন, ‘তুমি আমার শৈশবের অনুপ্রেরণা। তোমার থেকে অনেক কিছুই শিখেছি। আমার এখনও মনে আছে তোমার সঙ্গে যেদিন প্রথম দেখা হয় এবং তুমি কীভাবে আমাকে স্বাগত জানিয়েছিলে। তুমি অনেক ক্রিকেটারের অনুপ্রেরণা। অবসর জীবনের জন্য তোমাকে অসংখ্য শুভকামনা।’


শৈশবের নায়ককে কাছ থেকে দেখার জন্য ১৪ বছর আগেও বাবর একবার চেষ্টা করেছিলেন। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা যখন পাকিস্তান সফরে যায়, তখন মাঠে বলবয়ের দায়িত্ব নিয়েছিলেন বর্তমান পাকিস্তান অধিনায়ক।

ads

Our Facebook Page